রাধারমণ দত্ত রচিত গান নং ২১২

গৌর তুমি ঘোর কলির জীব তরাইতে
নামামৃতে ভাসাইলা অবনী
হইয়ে অবতীর্ণ শ্রীচৈতন্য
প্রেমদাতা শিরোমণি ।
নামামৃত বরিষণে সিঞ্চিলে চৌদ্দভুবনে অধম বিনে
আমি আশার আশে আছি বইসে যে পাইলো সে হইলো ধনী ।।
নামের সনে প্রেমামৃতে অনর্পিত ধন বিতরিলে জগতে
তুমি অধমতারণ পতিত পাবন শুনছি তোমার নামের ধ্বনি ।
রাধারমণের এই মিনতি না জানি ভক্তি স্তুতি প্রণতি
আমি অগতির গতি গৌরাচাঁন্দ মনে মনে অনুমানি ।।