রাধারমণ দত্ত রচিত গান নং ৮৩৩

নবদ্বীপ প্রেমের বাজার লাগিয়াছে।।
কলি ধন্য শ্রীচৈতন্য অবতীর্ণ হইয়াছে।।
শুন ভাই হাটের বিবরণ পুরুষ নারী দুইজনে একমন
কাছে প্রেমের রসের বেচাকিনি নয়ন তৈল ধরিয়াছে।।
যাইয়ে সুরধুনীর ঘাট রসিকজনার প্রেমের হাট
রঙ্গে জিনিস নিয়ে নিতাই চান্দ দোকান পাইতে বৈসেছে
শুন মন ভাই প্রেমের হাটে যাওয়া বিষম দায়
পাষণ্ডের মুণ্ড ভাঙ্গে অদ্বৈতচান্দে রাধারমণ বইলেছে।।