মনপ্রাণ সকলই হরিলে শ্যামের বাঁশি
মধুর স্বরে আর বাইজো না ।।
কুলবতী যুবতীর প্রাণ ধৈর্য্য মানে না ।।
বাঁশি রে কুলভয় লাজ রে গেলো দূরে
গৃহে যাইতে আর পারিনা ।
আমার হিয়ার মাঝে জ্বলছে আগুন
নিবাইলে নিবে না ।।
আমি রে অবলা সরলা রে কুলবালা
ঘরে পতি গুরু গঞ্জনা ।
বাঁশি অবলা বধিতে তুমি
বিধাতার সৃজনা ।।
বাঁশি রে শ্রবণে নয়নে যে সম্মিলন
অনুক্ষণ হয় উচাটনা ।
মনে লয় তার হইতেম দাসী
রাধারমণের বাসনা ।।