আগে না জাইনে গো ললিতে
কুল দিলাম কুলনাশার হাতে ।
আমি নিরবধি চিরদোষী গিয়াছি না পারি ছাড়াতে
দারুণ বিধি আগে জানি না ।
প্রেম সুতে টোপ গাঁথিয়ে গিলিলে হয় বেদনা ।
আমায় উল্টা কলে ধরছে যমে
আশা নাই আর বাঁচিতে ।
তোমরা সব থাইকো সাবধান
সাধে সাধে প্রেমফান্দে লোভেতে না দিও প্রাণ ।
আমি মরছি একা ভেইসে থাকা, কি লাভ ভবে বাঁচিয়ে
মরণ ভালো আমার মনে লয়
প্রেম যন্ত্রণা আর সহে না, রাধারমণ কয় ।
জীবন থাকিতে প্রাণ সপিলাম, পরার হাতে
কুল দিলাম কুলনাশার হাতে ।।