রাধারমণ দত্ত রচিত গান নং ৯৬২

ঐ যমুনায় ঢেউ দিলে বিন্দু উঠে একই সাথে
বিন্দুর সাথে শ্রীনন্দের নন্দন সখি রে
ঢেউ বড় হইয়াছে কাল, হারাইলাম নন্দলাল
এখন আমি করি কি উপায় সখি রে
আর কদম্ব ডালেতে বসি বাজায় বাঁশি দিবানিশি
বাজায় বাঁশি বইলে শ্যামরায় সখি রে
ভাইবে রাধারমণ বলে ঢেউ দিও না জলে
কলসী ভাসাইল রাধিকায়।।