রাধারমণ দত্ত রচিত গান নং ৮৪৫

মন তুই কার ভরসে রইলে বসে
আশার আশে দিন তো গেলো।।
যায় রে সুদিন না হইল দিন
দুঃখের যামিনী আইল।
ছাড় মন খুটিনাটি ময়লা মাটি
খাটি হইয়ে পথে চল।।
মায়াফল কর ছেদন যাই বৃন্দাবন
সাধের তরী ঘাটে রইল।
থাকতে জোয়ার হও হুশিয়ার
সাধের তরী বাইয়ে চল।।
গাইয়ে নামের সারি ধর পাড়ি
তৈরে যাবে গহীন জল।
অনুরাগ বাতাসে পাইলে শ্রদ্ধা পালে
যারে প্রেম সিন্ধু কূল।।
রাধারমণ বলে উল্টা কলে কলে
প্রেমনগরে চল।
প্রভু রঘু কহেন পষ্ট, না হয় কষ্ট
বুঝব রাধা নামের ফল।।