রাধারমণ দত্ত রচিত গান নং ৬৮২

কইতে ফাটে হিয়া, দুঃখে বিরহিনীর জনম যায় গইয়া
অবলা সরল জাতি দারুণ বিধি কি নিদয়া
সখি গো যার চরণে জাতি যৌবন দিলাম গো সাধিয়া
বন্ধে মোরে ভিন্ন বাসে কি দোষ জানিয়া
লোকের কাছে কইনা লাজে থাকি মনে সইয়া ।।
বন্ধে মোরে ছাইড়া গেলো প্রেমফান্দে ঠেকাইয়া
সখি গো ভাইবে রাধারমণ বলেন মনেতে ভাবিয়া ।।