বাঁকা রুপে নয়নে হেরিয়াছে
মন রইলো বিদেশীর মনে শুধু দেহ থইয়া ।
কুক্ষণে জল ভরতে গো গেলাম তরুতল দিয়া ।।
রুপ পানে চাইতে চাইতে কলসী নিয়া জলে ভাসাইয়া
কি করো কি করো গো সখি কি করো বসিয়া ।।
ঘরের বাদী কাল ননদী রইছে আড় নয়নে চাইয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
যার দাসী তার সঙ্গে গেলো সই গো কুলমান ত্যাগিয়া ।।