ও কোন বনে গো কোন বনে মুরলী ধ্বনি শোনা যায়
কোন বনে বাজে বাঁশি ত্বরা করে জেনে আয় ।
দুতী যেয়ে করগো মানা অসময়ে সে যেন বাঁশি বাজায় না
তার বাঁশির সুরে বিন্দাবনে কূলবধূর কূল যে যায় ।
কোন গুণের গুণী আইলো ধরতে গেলে ধরা না যায়
ধরতে পারলে সাপটি ধরি ভাসবে প্রেম যমুনায়
সব সখি চলে আয় দরশনের সময় যে যায়
কদমডালে বাজায় বাঁশি গোসাই রাধারমণ গায় ।