রাধারমণ দত্ত রচিত গান নং ৭৯৭

মধুর মধুর অতি সুমধুর মোহন মুরলী বাজে
দেয় করতালি, ব্রজের নাগরী মঙ্গল আরতি মাঝে।।
শঙ্খ ঝাঞ্ঝরী পাখোয়াজ খঞ্জরী কেহ কেহ বীন বাজে।
তা ধৃক তা ধৃক তা, তা তা থৈয়া মধুর মৃদঙ্গ বাজে।
ধূপ দীপ লইয়া মধুর আনন্দে ললিতা বিশাখা সাজে
ময়ূরা ময়ূরী নাচে ঘুরি ঘুরি রাই কানু থইয়া মাঝে।
কহে প্রেমানন্দে মনের আনন্দে আর কি এমন হবে
শ্রীরাধারমণ যুগল চরণ কবে সে দেখিতে পাবে।।