আমার মন হইয়াছে লাচাড়ি, পড়িয়াছি ঘোর বিপদে, তরাও গৌরহরি ।।
আর একা একা বনেতে বেড়াই, কত সিংহ ব্যাঘ্র দেখিয়া গৌর মনেতে ডরাই ।
ওরে কি করিমু কোথায় যাইমু, তাইতে মনে মন ভাবি ।।
আর শুনছি কত সাধুর মুখে তোমার নামটি যে লয় গৌর সে থাকে সুখে ।
ওয়রে আমার কেনে এ দুর্দশা, বেহুশে কান্দিয়া মরি ।।
আর আমায় কইন তো তায়ে ক্ষেতি নাই ।
তোমার নামটি হৃদয় মাঝে ওই ভিক্ষা চাই ।
রাধারমণ বলে মৃত্যূকালে দিয়ো চরণতরী ।