রাধারমণ দত্ত রচিত গান নং ১৪৩

অনুরাগ কোন অবতার রে গৌরাঙ্গচাঁন্দ
এমন দয়াল আইলো, ঘরে ঘরে প্রেম বিলাইলো
না করিলো জাতের বিচার রে ।
নববিধা ভক্তিরসে বিচারে গৌরদেশে
পুরাইলো তিনের অভিলাষ ।
ভাইবে রাধারমণ বলে মানব জীবন যায় বিফলে
অন্তিমকালে দিও শ্রীচরণ রে ।।