ব্রজলীলা সাঙ্গ দিয়া যাই গো শ্রীমতি রাই
তোমার প্রেমে বাঁধা আছে শ্যাম নাগর কানাই ।।
মান ভাঙ্গো রাই কমলিনী একবার নয়ন তোল দেখি
জন্মের মতো তোমায় আমি একবার হেরিয়া যাই ।।
শ্রীরাধার চরণ ধরি মান সাধিলা গুণমণি
রাই গো শ্যামচান পরাণের বন্ধু ছাড়লে বাঁচন নাই ।।
ভাইবে রাধারমণ বলে শোনগো ধনী রাই
মান ভাঙিয়া কোলে লইলা ঠাকুর কানাই ।।