উদয় হইলো হে গৌরাঙ্গচাঁন্দ গৌর দেশে
সঙ্কীর্তন যজ্ঞারম্ভে তিমিরান্ধ নাশে
জীবের সৌভাগ্য ঘটিলো
বিদেশের চাঁন্দ নিজ দেশে এলো কি আনন্দ হলো
অনর্পিত ধন বিতরিলো তিন অভিলাষে ।।
ভাবকান্তিবিলাস এই তিন অভিলাষ না হইলো প্রকাশ
রাধা প্রেমে হইয়া উদাস প্রেমানন্দে ভাসে ।।
শ্রীরাধারমণের আশ হইয়া গৌরাচাঁন্দের দাস পুরাবো অভিলাষ
গৌরাঙ্গ যার রাখে বিশ্বাস কৃষ্ণ প্রেমে ভাসে ।।