আর তো নিশি নাই গো সখি আর তো নিশি নাই
আইলায় না আইলায় না বন্ধু রঙ্গিয়া কানাই ।।
শ্যাম তো লম্পট সই গো কে বা না জানয়
যার প্রেমে মজে নিষ্ঠুর তার কথা কয় ।
চাম্পাকলি চন্দ্রাবাসী পাইয়া রসময়
প্রেমে বিভোর করিয়া তারে রাখতে মনে লয় ।
জানি গো জানি গো সই শ্যাম তো পরের নয়
ফাঁকি দিয়া প্রাণের পাখি রাখছে মনে কয় ।
ত্বরা করি যাওগো বৃন্দে প্রাণে আর না সয়
শ্যাম আনিতে যায় বৃন্দে রাধারমণ কয় ।।