সখি উপায় বল না গৌররুপের ঝলক দেখি প্রাণে ধৈর্য মানে না ।। সখি গো রুপের ঝলক দেখছি অবধি প্রাণে উচাটনা ভব সমুদ্র সাঁতারিয়া কাছে যাইতে পাইলাম না । সখি গো ভাবিয়া রাধারমণ বলে রুপের নাই রে তুলনা । এই চক্ষু বদল না কইলে রুপের ঝলক সইবে না ।