রাধারমণ দত্ত রচিত গান নং ৮৯৫

মন রবে না চিরকাল নারীর যৌবন যমুনার জোয়ার।
নারী জাতি অল্পমতি সন্ধানে করাইছে পিরীতি
কামরতি দিয়া মন ভুলায়।
শুকনা ফুলের মধু খাইয়া
ভ্রমর ঠাঠ খানে রাখছে সংসার।
ভাইবে রাধারমণ বলে কেন গো তুই প্রেম করিলে
ও নারী ছাইড়া গেলে দিবে গালি রে
মন বলবে পাছে হায় রে হায়।।