রাধারমণ দত্ত রচিত গান নং ২৯৩

হায় গৌরচাঁন্দ গো গেলো কূলমান ।।
জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধনী গো
এগো রুপ দেখি হইয়াছি পাগল আমার ফিরেনা নয়ন গো ।
গৌরায় কি ভঙ্গিমা জানে মনপ্রাণ সহিতে টানে গো
এগো তিলেক মাত্র না দেখিলে বাঁচেনা পরাণ গো
ভাইবে রাধারমণ গৌররুপে নয়নজলে গো
এগো বিজুলির চটক যেন উড়াইলো পরাণ গো ।