রাধারমণ দত্ত রচিত গান নং ২৯

ওরে মন কুপথে না যাইও
ঘরে বসি হরিনাম নিরবধি লইও ।।
অরণ্য জঙ্গলার মাঝে বানাইয়াছি ঘর
ভাই নাই বান্ধব নাই কে লইবো খবর ।।
অকূল সমুদ্রমাঝে ভাসিয়া ফিরে পেনা
কতদিনে দয়াল গুরু লওয়াইবায় কিনারা ।।
ভাইবে রাধারমণ বলে নদীর কূলে বইয়া
পার হইমু পার হইমু বইলে দিন তো যায় গইয়া ।