মন রে পামর তুমি যে লোক জাননা অনিত্য সংসারে করো বিষয় বাসনা কাম ক্রোধ লোভ মোহ রিপু ছয়জনা আত্মসুখে হয়ে মত্ত শ্রীপদ ভাবো না দেবের দূর্লভ জন্ম বিফল দেখো না দারুণ যমে দিন দিন করে গণনা ভবরোগের মহৌষধি হরিসাধনা শ্রীরাধারমণের মন হরি ভজনা ।।