রাধারমণ দত্ত রচিত গান নং ৭৫৯

শ্যাম কালিয়া আইনে দেখা, বন্ধু বিনে প্রাণ যায় না রাখা।
শুধু মুখের কথায় প্রেম করিলাম নয়নে না হল দেখা।।
সখী গো গিয়াছিলাম জল আনিতে
বন্ধের দেখা পাবো বলে, একদিন মাত্র হয়েছিল দেখা।
ঘাটে কেউ ছিল না কেউ ছিল না, সে ছিল আর আমি একা।।
সখী গো, বন্ধু যেদিন ছিল ব্রজে, আমি সাজি কত সাজে।
এখন কুঞ্জে বসে থাকি একা।।
ভাইবে রাধারমণ বলে উড়িয়া যাইতাম বিধি যদি দিত পাখা।।