রাধারমণ দত্ত রচিত গান নং ৯০৫

সজনী গো গুরু কী ধন চিনলাম না
অমূল্য ধন গুরুর চরণ ভজন হইল না।।
বেচলাম জিনিস নগদ বাকী, লইয়া গেল দিয়া ফাঁকি
আর কতদিন বসে থাকি আসল উসুল হইল না।।
আমার মনেতে মন পাগল, বনে পাগল ময়না
হৃদয় পিঞ্জিরার পাখি সয়ালে বেড়ায় না।
কামনদীতে তিনধারা চিনতে পারলাম না
সেই নদী চিনতে পারলে তন্ত্র মন্ত্র লাগে না।
শ্রীরাধারমণ বলে আমার ঘাটে যাওয়া হইল না
বেভুলেতে দিন গয়াইলাম গুরুর চরণ ভজলাম না।।