রাধারমণ দত্ত রচিত গান নং ৭৪৩

মনের দুঃখ রইলো মনে ওরে সুবল ভাই ।।
আমি যার জন্য কলঙ্কী হইলাম সুবল
তারে গেলে কোথায় পাই ।।
আমি চৌদিকে অন্ধকার দেখিরে সুবল যেদিকে নয়ন ফিরাই
সুবল রে রাধা ছাড়া বৃন্দাবনে ব্রজের শোভা নাই ।।
সুবলরে গিয়া যদি রাধার লাগাল পাই
আমার অন্তরের দুঃখরে সুবল বলবো প্রাণের রাধার ঠাই ।।
সুবল রে ভাইবে রাধারমণ বলে আমার কেহ নাই
আমার জিতে না পুরিলো আশা মইলে যেন চরণ পাই ।।