আমার শ্যাম বিনে প্রাণ বাঁচেনা গো ললিতে
কে আইনে শ্যাম দেখাবে এমন সুহৃদ নাই জগতে ।।
আমার দিনে দিনে তনুহীন ভাবিতে চিন্তিতে
এমন রসের মধু পান করে শ্যাম আমারে নাই তার মনেতে ।।
আমার মনপ্রাণ কুলমান সপিয়াছি চরণে
আমার জীবন যৌবন সব বিসর্জন শ্যাম কালিয়ার ঐ পিরীতে ।
ভাবিয়া রাধারমণ বলে আমার দিন গেলো বিফলে
আমার তাপিত অঙ্গ কর শীতল প্রেমজলধারা বর্ষনেতে ।।