রাধারমণ দত্ত রচিত গান নং ৪৫৮

বল গো বল গো সই কোন বা দেশে যাই ।।
কোন বা দেশে গেলে পাইমু শ্যাম নাগর কানাই ।।
আর তো চাইনা প্রাণবন্ধেরে হৃদে দিলাম ঠাই
বন্ধে দিলো আশা ভাঙলো বাসা এমন প্রেমের কাজ নাই ।।
বিচিত্র পালঙ্কের মাঝে শুইয়া নিদ্রা যাই
শুইলে স্বপন দেখি শ্যাম লইয়া বেড়াই ।।
নিতি নিতি ফুলের মালা জলেতে ভাসাই ।
আইলো না প্রাণবন্ধু কার গলে পরাই ।।
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনী রাই ।
পাইলে শ্যামরে ধরবো গলে ছাড়াছাড়ি নাই ।।