রাধারমণ দত্ত রচিত গান নং ২৯৬

বাঁশির ডাকে কমলিনী রাই রে সংগীলা ভাই
বাঁশিরে ডাকে কমলিনী রাই ।।
নেও আমার শিঙ্গা বেণু তোমরা সবে চরাও ধেনু
আমি তার অন্বেষণে যাই ।
যে রাধার কারণে আমি ধেনু চরাই বনে ভ্রমি
যার চরণে বিনমূলে বিকাই ।
উন্মাদ হইয়া আমি ছাড়ি আইলাম বাপ ভাই
এখন দেখি দুই কূল নাই ।
রমণ কয় শোনো হরি চরণে বিনয় করি
বিকাইলে কি তোমার দেখা পাই ।।