হরি বল রে অজ্ঞান মন, দিন যায় শুন মন বলি রে তোমায়
মনুষ্য দুর্লভ জনম গেলে নি আর পাওয়া যায়
মন রে ভাইবন্ধু দারাসুত রং বাজারে রং তামাশায়
সঙ্গের সাথী কেউ হবেনা যাইতে হবে একেলায় ।
ভবপাড়ি দিতে পারো শ্রীগুরু কান্ডারী নায়
অনুকূল বাতাসে তরী লাগাইছে কিনারায় ।
চৈতন্য থাকিতে মন একবার ভাবো সে জনায়
সাকারেতে বিরাজিত আঁধারে আলোক দেখা যায় ।
ভাবিয়া রাধারমণ বলে কি করিলাম হায়রে হায়
না ভজিলাম গুরুর চরণ ঠেকলাম অকূল দরিয়ায় ।