ঐ শোনা যায় মোহন বাঁশির ধ্বনি গো প্রাণসজনী
ঐ শোনা যায় মোহন বাঁশির ধ্বনি।।
গোকুল নগরের মাঝে আর কয়জন সখি আছে গো
কাল জলে পাব নি তার দেখা গো প্রাণ সজনী
ঐ শোনা যায় মোহন বাঁশির ধ্বনি।।
ভাইবে রাধারমণ বলে শ্যামের বাঁশি কি মহিমা জানে
কুলমান লইয়া করে টানাটানি গো প্রাণ সজনী।।