রাধারমণ দত্ত রচিত গান নং ৯৯৯

শ্যাম তোমারে করি মানা মোহন বাঁশি বাজাইও না
সন্ধ্যাকালে বাজিয়ে বাঁশি নারীর মন করলায় উদাসী
তুমি পুরুষ কুলে জন্ম নিয়া নারীর বেদন বুঝ না।।
রাত্র নিশি দিবাকালে বাঁশি বাজায় রাধা বইলে
আমি ঘুমের ঘোরে চমকি উঠি কান্দি ভিজাই ফুল বিছানা।
ভাইবে রাধারমণ বলে রাধা বলে বাঁশি বাজে
আমি পুরুষ হয়ে যেতে পারি নারী হয়ে দেয় যন্ত্রণা।।