রাধারমণ দত্ত রচিত গান নং ২৯৭

রে বন্ধু কানাই কালিয়া
হাতে লও মোহন বাঁশি ভবজ্বালা ছাড়িয়া ।।
অরি সনে বনে গেলে সাজ কাজ অঙ্গে ।
হাতেতে মোহন বাঁশি ধেনুপাল সঙ্গে ।
অকস্মাৎ হইলো তোমার মন বাউল একি
কাম সাগরে ঝাম্প দিলে ধেনু বেণু রাখি ।
কাম সাগরে ঝম্প দিয়া শুরু কইলে লাই
সেই খেলাতে দিবাগত দিন তো বাকী নাই ।
খেলনাতে মত্ত হয়ে বেলা হলো শেষ
অনুরাগে উঠলো বধূ আলো শিরের বেশ ।
ধেনু বেণু যথা ছিলো না পায় খুজিয়া
সাজ কাজ সব নিছে তস্করে হরিয়া ।
সব খোয়াইয়া কানাই ভাবে আপন মনে
মায়ে জিজ্ঞাসিলে কথা বুঝাই কেমনে ।
গুরু ধরি নাম জপ ঠাকুর কালিয়া
হরে ছিলো যত ধন পাইবে ফিরিয়া । বাজাও সর্বক্ষণ
রাধিকা আসিবে ঘাটে কয় রাধারমণ ।