কে যাবে গো আয় গৌর প্রেমের বাজারে ।
প্রেমরসের দোকান খুলে নিতাই ডাকে আয়
বসাইছে এক নতুন বাজার বিকাইছে মাল কি চমৎকার মধুর বাহার
মাইয়া হইলে যাইতো পারে পুরুষ নেয় নারে ।।
মাল বিকায় শতে শতে ওজন হয় রসিকের হাতে শ্রীগুরুর মতে
মহাজনের ভাও জানিয়া মাল বিকায় রে ।
গোলোকে গোপনে ছিলো ব্রহ্মা ধ্যানে না পাইলো, সে রস বিকায় রে
গোসাই রমণ বলে জম্বুদ্বীপে ভুইলে রইলায় রে ।।