রাধারমণ দত্ত রচিত গান নং ১৩৫

হরি হরি বলে ডাকরে মন রসনা
হরি নাম বিনা তোমার উপায় গতি দেখিনা ।
মায়ের উদরে যখন উর্দ্ধপদে ছিলে তখন
বলে এলে করবে সাধনা সেকথা কি মনে পড়েনা ।
রোগে শোকে ধরে যখন নাম জপো তো অনুক্ষণ
কাজ সারিলে বেহুশ মন নামটি মুখে আসে না ।
যখন ভুগো অনাহারে তখন ডাকো পরাণভরে
আহার করে ঘুমের ঘোরে তার কথা ভাবো না ।
ভাবিয়া রাধারমণ বলে ভুগবে শেষে যন্ত্রণা
ভোগে ভোগে কাল কাটাইলা লয়ে শঠের মন্ত্রণা ।