প্রাণবন্ধু কালিয়া আজ তোমারে দিবো না ছাড়িয়া ।
ওরে বন্ধু রাখমু তোমায় হৃদয়ে তুলিয়া ।।
আমার আছে শতেক দাবী রাখবো তোমায় গিরিধারী
শমন দিয়া দিবো ধরাইয়া ।।
টেকা পয়সা যত ছিলো আফিসা সকলই নিলো
হয়রে বন্ধু সাক্ষী দিমু এজলাসে উঠিয়া ।।
আইনমতে আদালতে নালিশ করমু তিনধারায় ।
হয়রে বন্ধু হাইকুট যাইমু শুধু দেহ লইয়া ।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
হয়রে বন্ধু শাস্তি দিয়া একবার আনমু ফিরাইয়া ।।