রাধারমণ দত্ত রচিত গান নং ১০

আমি জন্মিয়া কেন মইলাম না গুরুর চরণ সাধন হইলো না ।।
জননী উদরে যখন উল্টা পদে ছিলায় রে মন
সে কথাটি মনে পড়ে না
তখন বলে আইলো করতে সাধন আজি শমন বান্ধব না ?
যখন আমায় ভবে দিলে কি লিখিলে মোর কপালে
জন্মাবধি দুঃখ গেলো না
ভাইবে রাধারমণ বলে জন্ম গেলো বিফলে
গুরুভাবে ভক্তি কইলাম না ।