বন্ধু গেলায় মোরে ছাড়িয়া রে নিষ্ঠুর কালিয়া
এ জগতে কলঙ্কী আমি তোমারই লাগিয়া ।।
আদরে আদরে প্রেম আগে বাড়াইয়া
এখন আমার ভরা যৌবন গেলায় রে ছাড়িয়া ।
কঠিন তোর মাই বাপ কঠিন তোর হিয়া
কেমনে রইছো রে বন্ধু পাষাণে বুক বান্ধিয়া ।
ভাইবে রাধারমণ বলে শোনরে মন কালিয়া
শান্ত কর অভাগীর মন দরশন দিয়া রে ।।