মনচোরা মনিয়ার পাখি রে
পাখি কে নিলো ধরিয়া ।
এগো কুক্ষণে হেরিয়া আইলাম
জলের ঘাটে গিয়া গো ।।
আর আগে যদি জানতাম পাখি রে
পাখি যাইবায় রে ছাড়িয়া ।
এগো মাথার কেশ দু ফাঁক করি
রাখিতাম বান্ধিয়া গো ।।
আর ভাইবে রাধারমণ বলে শোনোরে কালিয়া
এগো জয়মণি কয় সাফ কাপড়ে ছাড়ছো দাগ লাগাইয়া ।।