রাধারমণ দত্ত রচিত গান নং ৮৬৪

লোভে লবেনিরে নগরবাসী বিশ্বাসে আকাশের এক ফুল।।
দেব ঋষি না পায় ধ্যানে, সে ফুল মহাদেবের অনুকূল।।
ফুলের মূল যে দেশে, থাকে শূন্য আকাশে
বিন্দুমধ্যে আছে আকাশ, আছে বিন্দু আকাশে
লোভেতে অঙ্কুর ফুলের সুদৃঢ় বিশ্বাসে যার বাড়ে মূল।
অতি শুদ্ধ সুনির্মল, ফুলের নাহি টলাটল
সাধু সঙ্গে বাড়ে লতা, পাইলে শ্রবণাদি জল
ফুলের গন্ধে মকরন্দ, রামানন্দ আদি অলিকুল।
কহে শ্রীরাধারমণ, সজল উজ্জল বরণ
ফুলের মাঝে বিরাজ করে আনন্দ মদন।
ফুলের মধু সুধাসিন্ধু গৌর নিতাই সুরধনী কূল।।