আরে ও পাগেলার মন রে
আইজ আনন্দে হরির গুণ গাও ।।
আয় উর্দ্ধবাহু হেট মাথে
যখন ছিলায় মাতৃগর্ভে
এখন ভূমিতে পড়িয়া মাটি খাও ।।
আর নয়ন দুইটি রত্ন ভরা
তোমার চরণ দুইটি রথের ঘোড়া
তোমার হস্ত দুইটি গুরুর সেবা দাও ।।
ভাইবে রাধারমণ বলে, মনরে তুই রইলে ভুইলে
একবার হরি বইলে ব্রজে চইলে যাও ।।