রাধারমণ দত্ত রচিত গান নং ২৯৮

অ প্রাণ বিশখে ললিতে গো কহগো মোরে ।।
মোহন বাঁশি কে বাজায় ওগো সখী কালিন্দির তীরে ।।
কেমনে চিনিলো বাঁশি অভাগিনীরে ।
রাধা বইলে বাজায় বাঁশি গো সুমধুর স্বরে ।।
পঞ্জর ঝর ঝর গো মোর রহিতে নারি ঘরে ।
মন হইয়াছে চাতকিনী গো সখি উড়তে সাধ করে ।।
কোন জাতি কেমন যুবতী কোথায় বাস করে
রাধারমণ ভনে বাঁশের বাঁশি গো সখি পুর নব জলধরে ।।