রাধারমণ দত্ত রচিত গান নং ৯৭৩

কুলনাশা বাঁশির স্বরে কুলমান মজায়
শীঘ্র চল শ্যাম দর্শনে সময় গইয়া যায়
বাঁশির সুরে মুগ্ধ হয়ে কলসী ভাসাই জলে
কালার রুপে মুগ্ধ আমি কার কলসী কেবা আনে।
পাইয়া তারে পাইলাম না গো আপন কর্মদোষে
এমন দরদী নাই আমারে জিজ্ঞাসে।।
জলের ঘাটে যাওগো রাধে রাধারমণ কয়
জলে গেলে হবে দেখা বাঁশি হাতে শ্যামরায়।।