মধুর মধুর স্বরে ডেকেছে আমারে গো কদমতলে কত আদর কইরে মধুর স্বরে ডাকে রাধে আয় কদমতলে তার নয়ন বাঁকা ভঙ্গী বাঁকা গো চূড়ার উপর ময়ূর পাখা গো কত রমণীর মন করছে হরণ মুনির মনোহরা গো ভাইবে রাধরমণ বলে কে কে যাবে জল আনিতে জলে গেলে হইবে দেখা প্রাণ বন্ধুয়ার সনে ।।