রাধারমণ দত্ত রচিত গান নং ৯৮

মন তুমি সেই ভাবনা করো কখন খাচা পড়বে খালি
ভাঙবো না তোর ঘুমের ঘোর ।
কোনদিন পাখি পালিয়ে যাবে জানা তো নাই তোর
সময় থাকতে ওরে মনা ভাঙ রে তোর ঘুমের ঘোর ।
বাজে মাল মসলায় খাচায় গড়ছে কারিগর
সিদ কাটিয়া কোনদিন খাচায় প্রবেশিবে পাখিচোর ।
সিদ কাটিয়া প্রবেশিলে বিপদ বিষম হবে তোর
তাই বলিরে অবুঝ মনা সময় থাকতে পাড়ি ধর ।
রাধারমণ বাউল বলে জীবন গেলো ঘুমের ঘোরে
অসাবধান হইয়া খাচায় সিদ কাটি পশিলো চোর ।।