বন্ধু বাঁকা শ্যাম রায়
অভাগীর অন্তরে প্রাণনাথে কি জ্বালা দিলায় ।।
আইলায় না রে সোনা বন্ধু
রইলায় কোথায়
মিছামিছি প্রেম বাড়াইয়া
আমারে মাইলায় ।।
ধেনুর সনে গোচারণে
কদম্ব তলায় ।
বাঁশিটি বাজাইয়া বন্ধে
দ্বিগুণ জ্বালায় ।।
আর ভাইবে রাধরমণ বলে
পিরীতি বিষম দায় ।
পর কি আপনা হইবো
থুড়াতো বুঝা যায় ।।