রাধারমণ দত্ত রচিত গান নং ৯৫৮

আমার শ্যাম জানি কই রইল গো শ্যামরুপে মনপ্রাণ নিল
আমার মন নিল প্রাণ নিল বন্দে নিল কোন সন্ধানে
রুপ পানে চাইতে চাইতে রুপ নেহারিল
এগো রুপ সাগরের মধ্যে বন্দে আমায় ডুবাই মারল।
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনল জ্বলিয়া উঠিল
এগো শ্যাম জল আইনা নিভাও অনল
আমার প্রাণ গেল প্রাণ গেল না।
ভাইবে রাধারমণ বলে কি হইল কি হইল
বিজলি চটকের মত ঐ রুপ নয়নে লাগিল।।