আমি দুঃখিনী জানিয়া রে প্রাণবন্ধুরে তোমার মনে নাই ।
প্রেমানলে অঙ্গ জ্বলে আমি জ্বলিয়া পুড়িয়া হইলাম ছাই ।।
আর চাওনা কেনে নয়ন তুলে
কোন কামিনীর সনে রে বন্ধু রইয়াছো ভুইলে ।
ওরে তুমি যদি ভিন্ন বাসো আমি দুঃখিনীর আর কেহ নাই ।।
আর ভাইবে রাধারমণ বলে
ভোমর বয়না শুকনা ডালে মধু না পাইলে ।
ও দীন মদন বলে ও মৃতকালে আমি যুগল চরণ দর্শন চাই ।