রাধারমণ দত্ত রচিত গান নং ২১১

গৌর ছাড়া হইলাম গো প্রাণ কান্দে গৌরাঙ্গ বইলে
প্রাণ কান্দে গৌরাঙ্গ বইলে, সোনার গৌর না হরিলে
গৌরার মস্তকেতে সোনার চূড়া বান্ধা গো ।।
গৌরার মাথায় ঝাকড়া কেশ ধরে গৌরায় নানা বেশ
অয়গো আমার সোনার গৌরা হেলিয়া হেলিয়া পড়ে ।।
তোমরা নি দেইখাছো যাইতে নবীন সন্ন্যাসী বেশে
আমার রসের গৌরাঙ্গ লুকাইলো কোথায় রে ।।
ভাইবে রাধারমণ বলে যে জ্বালায় মোর অঙ্গ জ্বলে
ওগো আমি জ্বালায় জ্বলিয়া হইলাম ছাই গো ।