নাম গাইয়ে নইদে এলো রে প্রেমধন লইয়া
কে নিবে রে ওই হরিনাম সময় যায় গইয়া
গুরুর বাক্য হৃদে রাইখো হাইল ধরিও সামলাইয়া
গুরুবাদী ছয়জন রিপু মাল নিবো লুটিয়া
নিক্তির কাটা ঠিক রাখিও মন, ওজন কিন্তু না ছাড়িয়া
দয়াল গুরু যদি করইন কৃপা নিবা উদ্ধারিয়া
ভাইবে রাধারমণ বলে গো মনেতে ভাবিয়া
এগো আপন দুষে খাইছি মারা হিসাব না জানিয়া ।।