রাধারমণ দত্ত রচিত গান নং ৯৭

মন তুমি কি রসে ভুলিয়াছো মিছা ভবের মাঝে কেবা
মিছা আশা করিয়াছো ।।
ঐ দেহ আপন জানি যতন করিয়াছো
তুমি বা কার কে বা তোমার খবর নি করিয়াছো ।
ভাই বন্ধু আপন জানি যতন করিয়াছো ।
যাইবার কালে সঙ্গের সখি কারে করিয়াছো
ব্রজের জীবন রাধারমণ মনে যে ভাবিয়াছো
ব্রজানন্দের জীবন তরী কি রসে ডুবাইয়াছো ।।