ডুব দে রে বাউলের মন ভাব সাগরে ডুব দে রে তুই
জন্ম মরণ করি পণ ।।
শক্তভাবে দৃঢ় চিত্তে প্রাণ করি সমর্পণ
ভাবের ভাবিক হইলে পাইবে তার দরশন ।
চর্ম চক্ষে যায়না দেখা সদায় সাক্ষাতে সেজন
মনে মনে খুজলে তারে দেখা পাবে মনে মন
ভাবে মগ্ন হয়ে তুমি সর্বদায় করো হে চিন্তন
চিন্তায় চিন্তায় দিন কাটাইলে পাইবে তার দরশন ।
ভবের মায়া ছাড়ি ভাবো ভবনদী পার হওয়ার কথা
বিপাকে ঠকবে মন ভাবো যদি রে অন্য কথা ।
ভাবিয়া রাধারমণ বলে দিন গেলোরে অকারণ
মিছা মায়ায় দিন কাটাইয়া মরণ কালে বিড়ম্বন ।