সন্ধ্যাকালে ডাকি বসি খেওয়া ঘাটে গাঙ্গের কূল
পার কইরো দয়াল গুরু তাতে যেন না হয় ভুল ।।
ভাও জানেনা মন বেধুয়া কেমনে দিতাম ভবে পাড়ি
পাইনা কূল দিশামূল ।
মায়ারুপী তিরিপুত্র সামনে সাক্ষাত কাল
ছয়জনায় যুক্তি করি ডুবাইতে চায় লাভ মূল
ভাসিছি অকূল সায়রে উদ্ধার করো মোরে
অধম কাঙ্গাল জানি এতে যেন না হয় ভুল
শুদ্ধ আমার কিছুই নয় কর্ম চিন্তা সবই ভুল ।
দয়া বিনে আশা নাই পাইবো যে চরণ ধূল ।
তুমি না ওরাইলে মোরে ক্ষমা করি সর্ব ভুল
গাঙ্গের ঘাটে পড়ি মরমু পারে হবে গন্ডগোল ।
পুণ্য ছাড়া পাপের ভরা তল্লাসীতে পড়বে ধরা
মিলবে অনেক মাল বিঝাড়া লাগবে তখন হুলুস্থুল ।
তুমি হর্তা তুমি কর্তা শেষ তুমি আদিমূল ।
তুমি না তরাইলে মোরে কেও দিবে না চরণধূল
ভাবিয়া রাধারমণ বলে মন কেনে করিলাম ভুল
পাপ থইয়া পুণ্য করলে হইতো নি কোনো গন্ডগোল ।